বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসানের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদুয়ী এবং হাফেজ্জী হুজুর রহ. এর অন্যতম খলিফা প্রফেসর হযরত হামিদুর রহমানের ইন্তেকালে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ (২ নভেম্বর) বাদ মাগরিব যাত্রাবাড়ি বড় মাদরাসায় প্রফেসর হযরতের মাগফেরাত কামনায় মাদরাসার সকল ছাত্র-শিক্ষক মিলে দোয়া করা হয়। ইতিমধ্যেই আল্লামা মাহমূদুল হাসান প্রফেসর হযরতের জানাযার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসান বলেন, প্রফেসর হামিদুর রহমান ছিলেন সুন্নতে নববী এবং আকাবির আসলাফের পুর্ণাঙ্গ অনুসারী। দাওয়াতুল হকের কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি মজলিসে দাওয়াতুল হকের রমনা থানা শাখার আমীর ছিলেন। দেশ-বিদেশে তিনি সুন্নতের নববীর সুবাস ছড়িয়ে গেছেন। সারা দেশে অসংখ্য মক্তব মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তার নিমাল বদল দান করেন।

তিনি আরো বলেন, প্রফেসর হামিদুর রহমান একজন দুনিয়াবিমুখ মানুষ ছিলেন। মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা এবং অন্যান্য মজলিসগুলোতে তিনি অসুস্থ অবস্থাতেও উপস্থিত থাকতেন। আল্লাহ তাকে জান্নাতের আ'লা ইল্লিয়্যিনে সম্মানিত করুন। 

পরিশেষে আল্লামা মাহমূদুল হাসান দেশ বিদেশে প্রফেসর হযরতের অসংখ্য ছাত্র-শাগরেদ এবং ভক্ত মুরিদ সকলের প্রতি বিশেষভাবে দোয়ার আবেদন করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তার পরিবার ও আপনজনকে সবরে জামিল দান করুন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ