মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী, দেওবন্দ থেকে,
দারুল উলুম দেওবন্দের শূরা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ রূপরেখা, সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতৃত্ব-অবকাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়। শূরা কমিটিতে নতুন করে দুজন সদস্যও যুক্ত করা হয়।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেওবন্দের দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভারতের দুজন প্রবীণ ও প্রজ্ঞাবান আলেমকে—যারা বহুদিন ধরে দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হিসেবে জ্ঞান, বিচক্ষণতা ও দীনদারিতার আলো ছড়িয়েছেন। তাদের ইন্তেকালের মাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা নিঃসন্দেহে অপূরণীয় বলে মনে করে মজলিসে শূরা।
এই পবিত্র দায়িত্ব পূরণের জন্য বৈঠকে সর্বসম্মতিক্রমে দুজন নবীন শূরা সদস্য মনোনীত করা হয়, যারা তাদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দীনি দায়বদ্ধতার থেকে এই ঐতিহ্যবাহী আসনের মর্যাদা রক্ষা করবেন বলে আশা করেন মুরব্বিরা।
আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আকিল সাহারানপুরী রহ. (সাবেক শায়খুল হাদিস মাজাহিরুল উলুম সাহারানপুর ও জামাতা শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া কান্ধলভী রহ.), যিনি গত ২৮ এপ্রিল ইন্তেকাল করেন। তাঁর স্থলাভিষিক্ত শূরা সদস্য হিসেবে নির্বাচন করা হয় বর্তমান মাজাহিরুল উলুম সাহারানপুরের আমিন-এ-আম ও নায়েবে নাজিম মুফতী মুহাম্মদ সালেহ আল হাসানীকে। এ সিদ্ধান্তের ফলে দারুল উলুম দেওবন্দ ও মাজাহিরুল উলুম সাহারানপুরের পারস্পরিক সম্পর্ক ও চিন্তা-চেতনার ঐতিহাসিক সংযুক্তির এক মাইলফলক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।
খাদেমুল কোরআনি ওয়াল মাসাজিদ আল্লামা গোলাম মুহাম্মদ উস্তনভী রহ.(সাবেক মুহতামিম ও শায়খুল হাদিস জামিয়া ইশায়াতুল উলুম আক্কেলকৌয়া, মহারাষ্ট্র ও সাবেক মুহতামিম দারুল উলুম দেওবন্দ ইউ.পি ইন্ডিয়া) যিনি প্রচলিত কওমি ধারায় আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে সারা ভারতবর্ষে ইসলামি শিক্ষার বিস্তারে অসামান্য অবদান রেখেছেন, গত ৪ মে তিনি ইন্তেকাল করেন।
এই খ্যাতিমান মনীষীর স্থলাভিষিক্ত হয়ে শূরা সদস্য হন মাওলানা মুহাম্মদ আহমদ (মুহতামিম, জামিয়া ইসলামিয়া তালিমুদ্দীন ডাবেল, গুজরাট, ভারত)।
শূরা মজলিসে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস শাওলানা আবুল কাসেম নোমানী, সদরুল মুদাররিসিন মাওলানা আরশাদ মাদানী ও শূরা সদস্য মাওলানা রাহমাতুল্লাহ কাশ্মীরীসহ ভারতের সমসাময়িক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
এমএম/