শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের উদ্যোগে গত ২২ আগস্ট থেকে তুরস্কের ঐতিহাসিক শহর বুরসায় শুরু হয়েছে ‘আন্তর্জাতিক স্কলার্স সম্মেলন-২০২৫’। সারা বিশ্বের খ্যাতনামা ইমাম, খতিব ও ইসলামি স্কলাররা এই মহাসম্মেলনে অংশ নিয়েছেন। এক সপ্তাহব্যাপী এই সেমিনার সমাপ্ত হচ্ছে আগামীকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার। 

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম ও খতিবদের জন্য জ্ঞানচর্চা, দাওয়াতি দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বিশেষ কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ব বরেণ্য ডক্টর ও ইসলামি স্কলাররা বিভিন্ন বিষয়ের ওপর সাজানো গোছানো বক্তব্য দিয়েছেন এবং ইসলামের দাওয়াতি কাজের সহজ ও সঠিক পথের পথনির্দেশ প্রদান করেছেন। 

তুরস্ক, ব্রিটেন, আফ্রিকা, ইউরোপ, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় শ-খানেক মুসলিম স্কলার তাতে অংশ নিয়েছেন।

মুসলিম স্কলার্স অনুষ্ঠানে বাংলাদেশ এবং ব্রিটেনের পক্ষ থেকে যৌথভাবে উভয় দেশের প্রতিনিধিত্ব করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শুয়াইব আহমদ। 

উক্ত অনুষ্ঠানে ড. মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশে ও ব্রিটেনে ইসলাম প্রচার, বাংলাদেশ ও ব্রিটেনের মুসলমানদের ধর্মকর্ম পালনে আগ্রহ ও আন্তরিকতা এবং বাংলাদেশে ইসলামি রাজনৈতিক দল হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সম্মেলন মুসলিম বিশ্বের আলেমদের মাঝে জ্ঞান বিনিময়, ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ দাওয়াতি কার্যক্রমের নতুন দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ