বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়: সালাহউদ্দিন আহমদ রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী নির্বাচনের আগে সংস্কার, বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস জিম্মিদের প্রাণহানির আশঙ্কায় গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান সবার আগে ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন কানাডায় ইসলামবিদ্বেষ ও ঘৃণাজনিত অপরাধ বেড়েছে ১৮০০ শতাংশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন নানা কর্মসূচির। শহীদ ও আহতদের স্মরণে দোয়া, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

৫ আগস্ট সন্ধ্যায় সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বা রেলওয়ে প্যারেডে অনুষ্ঠিত হয় দোয়া ও স্মরণসভা। 'জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’র ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রনেতা মইনুল ইসলাম ফাহিম তার অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, যাঁদের মধ্যে ছিলেন—ড. মুহাম্মদ ইউসুফ (জুলাই সলিডারিটি ফোরাম), সাইফুল্লাহ খালিদ (সেভ বাংলাদেশ), এএনএম মাসুম (বিএনপি অস্ট্রেলিয়া), সালওয়া শামস (এনসিপি অস্ট্রেলিয়া), ডা. সাইফুদ্দিন (ডক্টরস ফোরাম), ডা. সিরাজুল ইসলাম (বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ ফোরাম), ওয়াহিদুজ্জামান (স্টুডেন্ট ওয়েলফেয়ার অস্ট্রেলিয়া), ব্যারিস্টার নাসিরউল্লাহ (লয়ার্স ফোরাম), ফারুক হোসাইন (কেয়ার বাংলাদেশ), মাওলানা ফেরদৌস আলম (ওলামা ফাউন্ডেশন) ও তৌহিদ হাসান (অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার এলায়েন্স)।

দোয়া পরিচালনা করেন সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ মুহাম্মদ আবু হুরায়রা। তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

একই দিন সকালে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট ভবনের জুবিলী রুমে অনুষ্ঠিত হয় “One Year On: A Tribute to Bangladesh’s Fight for Democracy” শীর্ষক আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন ফেডারেল সিনেটর ডেভিড শুব্রিজ ও এমএলসি এবিগেইল বয়েড। প্রধান বক্তা ছিলেন গবেষক ও মানবাধিকারকর্মী ড. মুবাশার হাসান। তিনি নিজের গুম হওয়ার অভিজ্ঞতা ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন।

অন্যদিকে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “Remembering July Heroes” শীর্ষক গণজমায়েত। ‘জুলাই স্পিরিট মেলবোর্ন’-এর ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন শামসুল আরেফিন বিপুল, জালাল আহমেদ কুমু, তৌহিদ পাটোয়ারী, আশিক মালেক, আরিফ খান, রেজা রহমান, ডা. শরোদ খন্দকার, ফয়সল মুহাম্মদ ও শাহরিয়ার ফেরদৌস।

‘জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’র মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ ইমাম জানান, ১০ আগস্ট রবিবার সিডনির লাকেম্বা পেরি পার্কের এএনএসসি হলে দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, স্মরণসভা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ