শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

হেফাজতে ইসলাম মক্কা শাখার ‘সীরাত সম্মেলন’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম মক্কা শাখার সিরাত সম্মেলন, ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মক্কা মহানগর শাখার উদ্যোগে ‘সীরাত সম্মেলন’ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টায় স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংগঠনের মক্কা শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম পাটোয়ারী।

বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ হোসাইন, মাওলানা লোকমান সাতকানিয়া, মক্কা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কাউসার খলিল, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা হাফেজ হারুন, সাধারণ সম্পাদক মাওলানা আমিন উল্লাহ, মাওলানা জালালুদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব শ্রেণী-পেশার মানুষের জন্য এক অনুপম আদর্শ। তিনি ছিলেন শিশুর আদর্শ, যুবকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ, শিক্ষকের আদর্শ ও রাষ্ট্রনায়কের আদর্শ।

তিনি বলেন, পৃথিবীর অন্যকোনো মহামানবের ভেতরে এমন অপুর্ব দৃষ্টান্ত পাওয়া যাবে না, যার সমাহার ও সংমিশ্রণ শুধু এই মহামানবের জীনাদর্শেই বিদ্যমান। তার অনুসরণ-অনুকরণ করার মধ্যে মানব জীবনের ঐকান্তিক সফলতা নিহিত। হজরত রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে আগমন করেছেন সচ্চরিত্রের বিকাশ সাধনের লক্ষ্যে। তার উম্মত হিসেবে আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করতে হকে, এর কোনো বিকল্প নেই।

সম্মেলনে মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ