শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সেগি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ায় প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর সেগি ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গঠন সম্পন্ন হলো।

আজ রোববার (১৪ এপ্রিল ২০২৪) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে তায়েবুল ইসলাম ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিব গুলদারকে মনোনীত করা হয়।

এছাড়াও সহসভাপতি হিসেবে ইমতিয়াজ মাহমুদ, জুনাইদ জামান নিরব, অর্থ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান (ফাহিম) ও মেম্বারশিপ কো-অর্ডিনেটর হিসেবে ইশতিয়াক মাহমুদ ইশমামকে মনোনীত করা হয়। 

রবিবার বিকেল ৫টায় সেগি ইউনিভার্সিটির কতা দামানছসারা প্রধান ক্যাম্পাসে বিয়াম-এর ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম-এর প্রেসিডেন্ট, মাহসা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি বশির ইবনে জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকেএম ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো: খাইরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বশির ইবনে জাফর বলেন, ‘প্রবাসে পড়াশোনার পাশাপাশি এক্সট্রাকারিক্যুলার এক্টিভিটিসের অংশ হিসেবে আগামীর কর্মজীবনে পরিপক্ক ও যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলতে বিয়াম সেগি ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে মালয়েশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চ্যাপ্টার কমিটিও শীঘ্রই সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি’। 

উল্লেখ্য, বিয়াম মালয়েশিয়ায় গত রমজানে মাহসা ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি ঘোষণার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার জনাব শামীম আহসান।  

সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রফিকুল ইসলাম,তামিম, অনিক, মাহমুদুল প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ