মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ ।। ২২ পৌষ ১৪৩২ ।। ১৭ রজব ১৪৪৭

শিরোনাম :
‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ সবার ওপরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রমজান সামনে রেখে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় গুলি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে ইসির জরুরি ঘোষণা কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানাল ডিবি আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন জরুরি’ জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কুমিল্লা জেলা নেতাদের সাক্ষাৎ গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

শীতে মোজা পরে ঘুম: ডেকে আনছে ৩ অদৃশ্য সমস্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীত মৌসুম এলেই রাতে শরীর গরম রাখতে অনেকেই পায়ে মোজা পরে ঘুমান। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এই অভ্যাস বেশি দেখা যায়। তবে চিকিৎসকদের মতে, আরামের ভেবে গড়ে ওঠা এই অভ্যাস অজান্তেই ডেকে আনতে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মোজা পরে ঘুমালে শরীরে তিনটি প্রধান সমস্যা দেখা দিতে পারে।

প্রথমত, রক্তসঞ্চালনে বাধা। টাইট বা সিন্থেটিক মোজা দীর্ঘ সময় পরে থাকলে পায়ে রক্ত চলাচল ব্যাহত হতে পারে। এর ফলে পা ঝিনঝিন করা, পেশিতে ব্যথা এবং দীর্ঘমেয়াদে স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

দ্বিতীয়ত, ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ। ঘুমের সময় পা ঘামলে মোজার ভেতরে আর্দ্র পরিবেশ তৈরি হয়, যা ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি, দুর্গন্ধ ও অ্যাথলিটস ফুটের মতো সমস্যার কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, রাতে পা খোলা রাখলে ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে এবং সংক্রমণের ঝুঁকি কমে।

তৃতীয়ত, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাঘাত। ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমিয়ে বিশ্রামের জন্য প্রস্তুত হয়। কিন্তু মোজা পরে থাকলে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে ঘুমের গভীরতা কমে, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে এবং অনিদ্রা ও ক্লান্তিভাব দেখা দেয়।

তাহলে শীতে করণীয় কী? বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, খুব বেশি ঠান্ডা লাগলে ঢিলেঢালা ও সুতি মোজা ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন মোজা বদলানো জরুরি। সম্ভব হলে ঘুমের আগে মোজা খুলে ফেলাই ভালো। পা গরম রাখতে মোজার পরিবর্তে হালকা কম্বল বা লেপ ব্যবহার করার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের আরও পরামর্শ, যদি কারও পায়ে অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা থাকে বা রক্তসঞ্চালনজনিত জটিলতা দেখা দেয়, তবে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ