শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২২ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ ফরিদপুরের ঐতিহ্যবাহী পুরুরা মাদ্রাসায় বার্ষিক মাহফিল ২৬ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬ হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

হাইআতুল উলয়ার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার বোর্ডসমূহের সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের আদেশক্রমে অফিস ব্যবস্থাপক মাওলানা অছিউর রহমান এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ, ‘নায়েবে নাজিমে ইমতিহান’ (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) পদে একজন যোগ্য, আমানতদার, দায়িত্বশীল, আন্তরিক এবং জাতীয় খেদমতে আগ্রহী আলেমের সন্ধান করছে। আগ্রহী ব্যক্তিগণ থেকে নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম :

নায়েবে নাজিমে ইমতিহান (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক);

ফুল টাইম (পূর্ণকালীন)।

পদের সংখ্যা : ১ (এক)।

আবেদনের যোগ্যতা :

(ক) দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে; ‘মুমতায’ হলে অগ্রাধিকার পাবে;

(খ) কোন উল্লেখযোগ্য দাওরায়ে হাদীস মাদরাসায় দাওরায়ে হাদীস স্তরে ১০ (দশ) বছর মিয়ারী কিতাব দরসদানের অভিজ্ঞতা থাকতে হবে;

(গ) বয়স কমপক্ষে ৪০ (চল্লিশ) হতে হবে;

(ঘ) আরবী, বাংলা ও উর্দু ভাষায় পারদর্শী হতে হবে;

(ঙ) নেসাবভুক্ত সকল শাস্ত্র ও কিতাব পাঠদানে এবং এবারতের ব্যাখ্যা-

    বিশ্লেষণে বিশেষ দক্ষতা থাকতে হবে;

(চ) দাওরায়ে হাদীসের প্রশ্নপত্র প্রণয়নে অভিজ্ঞ ও কুশলী হতে হবে;

(ছ) কম্পিউটার চালনা ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।

সাকূল্য বেতন : ৪৩,২০০/-

আবেদনের শর্তসমূহ ও নিয়মাবলি :

১। (ক) আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা-বিশ্বাস, হানাফী ফিকহ্ এবং দারুল উলূম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মতপথের অনুসারী হতে হবে।

(খ) লেবাস-পোশাক, বেশভূষা, চাল-চলন ও চুল-দাঁড়িতে সুন্নতের পাবন্দ এবং আমানতদার, সৎ ও বিশ্বস্ত হতে হবে।

(গ) বাংলাদেশের জমহুর (সংখ্যাগরিষ্ঠ) উলামায়ে কেরামের মতামত ও সিদ্ধান্তকে মান্যকারী হতে হবে; কোন ভ্রান্ত ফেরকা বা বাতিল মতবাদের     অনুসারী ও সমর্থক হতে পারবে না।

(ঘ) কোন রাজনৈতিক দল বা উহার অঙ্গ-সংগঠনের সদস্য হতে পারবে না।

২।  যেহেতু তালিবে ইলম, পরীক্ষার্থী, ফারিগীন, মুদাররিসীন, মাদারিস ও বোর্ডসমূহকে সেবাপ্রদান আল-হাইআতুল উলয়ার অন্যতম কার্যক্রম, সেহেতু এ প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থী সকলকে সেবাদানের সর্বোচ্চ মানসিকতাসম্পন্ন হতে হবে; বিধিমত প্রতিষ্ঠানের যেকোনো শাখায় নিয়োগপ্রাপ্ত হোক না কেন, অফিস আদেশমত অন্য শাখাসমূহে কাজের এবং যেকোনো কাজের সদিচ্ছা ও আগ্রহ থাকতে হবে।

৩।  আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর সংবিধি, পরীক্ষা প্রবিধি, প্রবিধানমালা এবং যাবতীয় বিধির প্রতি আস্থাশীল ও অনুগত হতে হবে।

৪।  ১ বছররের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। কাজের রিপোর্ট ও আচরণ সন্তোষজনক হলে স্থায়ী করা হবে ইন-শা-আল্লাহ।

৫।  ৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান মহোদয় বরাবর লিখিত দরখাস্ত, জীবনবৃত্তান্ত, ১ কপি সদ্য তোলা ছবি এবং সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি সরাসরি অফিসে এসে জমা দিতে হবে অথবা নিচের ঠিকানায় কুরিয়ারে পাঠাতে হবে--

ঠিকানা: অফিস ব্যবস্থাপক, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ, ৮০/ই হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নং গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

৬। কোনো কারণ দর্শানো ব্যতীত আল-হাইআতুল উলয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা স্থগিত করতে পারবে।

৭। বিশেষ প্রয়োজনে হোয়াটস্অ্যাপে মেসেজ করুন: ০১৩০৫-৬৫৬ ৭০৩।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ