শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর কিছু অংশ থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণ অদৃশ্য হয়—এটাই সূর্যগ্রহণ (Solar Eclipse বা কুসুফ)। অন্যদিকে, যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে আসে, তখন চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়—এটাই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse বা খুসুফ)।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখতেন। তিনি সাহাবিদের নির্দেশ দিতেন, “কোনো লোকের মৃত্যুর কারণে সূর্য বা চাঁদ গ্রহণ হয় না। এগুলো আল্লাহর নিদর্শন। যখন সূর্য বা চন্দ্র গ্রহণ ঘটে, তোমরা নামাজে দাঁড়াও।” (সহিহ বুখারি: ৯৮৪)

চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নবীজি (সা.) দুই রাকাত নামাজ আদায় করতেন। দশম হিজরিতে সূর্যগ্রহণের সময় তিনি সাহাবিদের সঙ্গে সমবেত হয়ে নামাজ আদায় করেছেন। তিনি মুসলমানদেরও গ্রহণের সময় নামাজ আদায় এবং আল্লাহর দরবারে দোয়া ও তাওবা করার আহ্বান জানিয়েছিলেন। গ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কার এড়িয়ে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকার নির্দেশ দিয়েছেন।

চন্দ্রগ্রহণের নামাজের নিয়ম

১. চন্দ্রগ্রহণ চলাকালে দুই রাকাত নামাজ পড়া সুন্নত। ইসলামী পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়।
২. এই নামাজ একাকী আদায় করাই সুন্নত। সূর্যগ্রহণের নামাজ জামাতে পড়ার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
৩. যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতো দুই রাকাত নফল নামাজ আদায় করবেন।
৪. ইচ্ছা করলে চার রাকাত বা তার বেশি পড়া যেতে পারে, তবে প্রতি দুই বা চার রাকাত শেষে সালাম ফেরাতে হবে।
৫. অন্যান্য নফল নামাজের মতো এ নামাজে আজান-একামত নেই।
৬. নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনাজাতে মগ্ন থাকা সুন্নত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ