শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি চাওয়া সুন্নত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক রিপোর্ট

ইসলামী শিষ্টাচার অনুযায়ী, অন্যের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি চাওয়া ও সালাম দেওয়া অপরিহার্য দায়িত্ব। এমনকি মা, বাবা কিংবা ভাই-বোনের ঘরে প্রবেশের ক্ষেত্রেও এই আদব পালনের নির্দেশ রয়েছে। মুসলিম সমাজে পারিবারিক ও সামাজিক শালীনতা বজায় রাখতে এই বিষয়টির গুরুত্ব নতুন করে তুলে ধরছেন দেশের আলেমগণ।

হাদিস শরিফে উল্লেখ রয়েছে

عَنْ عَلْقَمَةَ قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ قَالَ‏:‏ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي‏؟‏ فَقَالَ‏:‏ مَا عَلَى كُلِّ أَحْيَانِهَا تُحِبُّ أَنْ تَرَاهَا‏.‏

এক ব্যক্তি সাহাবি আবদুল্লাহ ইবনু মাসউদের (রাযি.) কাছে এসে জানতে চান, “আমি কি আমার মায়ের কাছে প্রবেশের সময়ও অনুমতি চাইব?” তিনি জবাবে বলেন, “সব সময় কি তুমি তাকে দেখতে পছন্দ করবে?” (সূত্র: আল-আদাবুল মুফরাদ)

একই বিষয়ে আরও এক বর্ণনায়

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ‏:‏ يَسْتَأْذِنُ الرَّجُلُ عَلَى وَلَدِهِ، وَأُمِّهِ، وَإِنْ كَانَتْ عَجُوزًا، وَأَخِيهِ، وَأُخْتِهِ، وَأَبِيهِ‏.‏

জাবির (রাযি.) বলেন,

“একজন ব্যক্তি তার সন্তানের কাছেও অনুমতি চাইবে, মায়ের কাছেও—even যদি তিনি বৃদ্ধা হন। তেমনি পিতা, ভাই ও বোনের ঘরেও অনুমতি চাওয়া উচিত।”
(রেওয়ায়েত: আবু জুবাইর, তাবারানিসহ একাধিক সূত্রে হাদিসটি এসেছে)

ধর্মীয় বিশ্লেষকগণ বলছেন, বর্তমান সময়ের গৃহস্থালি জীবন ও ডিজিটাল যুগের প্রভাবের কারণে ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান কমে যাচ্ছে। অথচ ইসলামের নির্দেশনা হচ্ছে—ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দেওয়া ও অনুমতি চাওয়া, যেন কেউ এমন অবস্থায় না পড়েন যা তার জন্য বিব্রতকর।

ঢাকার এক মসজিদের খতিব মাওলানা মাহফুজুল আলম বলেন, “সালাম ও অনুমতি—দুটি সুন্নাহ একত্রে পালন করলে সমাজে পরস্পরের প্রতি সম্মানবোধ বৃদ্ধি পাবে। হযরত ওমর (রাযি.)-এর যুগেও ছেলেমেয়েরা নিজেদের ঘরে ঢুকতে পূর্বে দরজায় অনুমতি চাইত।”

তিনি আরও বলেন, “আজকের দিনে ঘরে প্রবেশের আদব শেখানো দরকার শিশুদের, তরুণদের—এবং আমাদের নিজেদেরও। এটা শুধুই আদব নয়, বরং সুন্নাহ।”

ইসলামী চিন্তাবিদরা মনে করেন, পারিবারিক মূল্যবোধ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইসলামের এ শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ