শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

হজ এজেন্সিকে মানতে হবে সৌদির চার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের পক্ষ থেকে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মানতে হবে প্রতিটি এজেন্সিকে।

শনিবার (২৪ মে) এসব নির্দেশনাগুলো তুলে ধরে হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এ বছরের হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ৩১ মে শেষ হবে। এজেন্সিগুলোর জন্য সৌদি সরকারের হজ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিপালন করতে হবে।

সৌদি সরকারের চার নির্দেশনা:

১. নুসুক মাসার ও ই-হজ সিস্টেমে হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে হবে এবং পরিষেবা প্রদানকারীদের বিমানবন্দরে হজযাত্রীদের গ্রহণ করে এবং সঠিক আবাসস্থলে পৌঁছে দেওয়ার জন্য হজযাত্রীরা আসার আগে থেকে প্রস্তুত থাকতে হবে।

২. সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের নুসুক আইডি কার্ড পরিধান করতে হবে, এটি পবিত্র মসজিদ এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য অপরিহার্য।

৩. হজযাত্রীদের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য হজযাত্রীদের প্রতিটি দলের সঙ্গে মক্কা এবং মদিনার রুট সম্পর্কে পরিচিত এমন গাইড রাখতে হবে।

৪. জিজ্ঞাসাবাদ, অভিযোগ এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরাসরি ১৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে। সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই এ সেবা চালু থাকবে।

এ অবস্থায় উল্লিখিত নির্দেশনাগুলো প্রতিপালনের অনুরোধ জানিয়ে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ