শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম শুধু বিশ্বাসের বিষয় নয়, বরং কখনও কখনও তা হয়ে ওঠে জীবনের গভীর মানসিক পরিবর্তনের পথ। এমনই এক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ আর ধ্রুব। হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্ম নেওয়া ধ্রুব, আত্মিক শান্তি এবং সত্যের অনুসন্ধানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তার নতুন নাম আব্দুর রহমান ধ্রুব। শুক্রবার (২৩ মে) রাতে তিনি নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে এই ধর্মান্তরের খবরটি প্রকাশ করেন।

আব্দুর রহমান ধ্রুব জানান, তিনি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি এবং নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের প্রতি তার অনীহা এবং ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা তৈরি হতে থাকে। মুসলিম বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ তাকে ইসলামের প্রতি আরও আগ্রহী করে তোলে।

ধর্মগ্রন্থ, ইসলামিক বই ও হিন্দু ধর্মীয় পুস্তক পড়ে, বিচার বিশ্লেষণ করে তিনি সিদ্ধান্তে পৌঁছান যে ইসলামই একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—যেখানে পার্থিব শান্তি ও আত্মিক প্রশান্তির পথ রয়েছে। তাই ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি ঢাকা দায়রা জজ আদালতের মাধ্যমে ইসলাম গ্রহণের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।


আব্দুর রহমান জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এই তরুণ বহুদিন ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং জীবনের নানা সংকটে পড়ে প্রশ্ন করতেন সৃষ্টিকর্তার উদ্দেশে। তিনি বলেন, “প্রতিবার যখন হতাশ হয়েছিলাম, তখন এক অদৃশ্য শক্তি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি জানতে চেয়েছি—কে এই শক্তি? তার উত্তর আমি পেয়েছি ইসলামে।”

তিনি আরও বলেন, “যারা সত্য খুঁজছেন, আমি শুধু বলব—একবার খোলা মন নিয়ে কুরআন পড়ুন। আল্লাহ অবশ্যই পথ দেখাবেন।” আব্দুর রহমান ধ্রুবের এই পথচলা একজন সচেতন নাগরিকের আত্মজিজ্ঞাসা ও চিন্তার স্বাধীনতার উদাহরণ, যা ধর্মীয় সহনশীলতা এবং বিশ্বাসের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ