শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

শুক্রবার সিলেটে বিক্ষোভের প্রস্তুতি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

ওই কর্মসূচি সফলের লক্ষ্যে সোমবার (১৯ মে) বাদ মাগরিব সোবহানীঘাট মাদরাসা দফতরে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় কমিটির সদস্য ও বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রস্ততি পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মনজুর রশীদ আমিনী প্রমুখ।

সভায় ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিলের দাবিতে আগামী শুক্রবারের বিক্ষোভ মিছিলে সিলেটের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও পাড়া মহল্লা থেকে বাদ জুমা মিছিল সহকারে কোর্ট পয়েন্টে সমবেত হওয়ার জন্য সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহ্বান জানানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ