শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

প্রথম বার হজরত শাহজালালের (রহ.) মাজারে ‘শিরকমুক্ত’ ওরস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওরস মানেই শিরকের ছড়াছড়ি। মিলাদ জিকির তসবিহ তেলাওয়াতের পাশাপাশি গান-বাজনা, হই-হুল্লোড়ের সাথে মদ বা গঞ্জিকা সেবনও চলে। সাধারণত এভাবেই মাজারগুলোতে চলে ওরস। এভাবেই ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল রহ.-এর দরগাহতেও ওরস পালিত হয়ে আসছে। তবে এবারই প্রথম অনেকটা শিরকমুক্তভাবে পালিত হচ্ছে ওরস। এতোটা অনৈসলামিক কার্যক্রমমুক্ত ওরসের কথা কেউ মনে করতে পারছেন না। 

রোববার (১৮ মে) শুরু হওয়া দুই দিনের ওরস চলছে মদ-গাজা গানবাজনা ছাড়াই। এবার আর মাজারের বিভিন্ন অংশে সামিয়ানা টানিয়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীর ‘নিজস্ব আস্তানা’ নেই। শত শত ভক্ত অনুরাগী আসছেন, জিয়ারত করছেন, দোয়া দরুদ পাঠ করছেন, ঘুরছেন দেখছেন এবং ফিরেও যাচ্ছেন। কেউ কেউ আবার অবস্থানও নিচ্ছেন কিছু সময়ের জন্য।

রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ৭০৬তম বার্ষিক ওরস। এরপর থেকেই শুরু হয়েছে তেলাওয়াত, গজল, হামদ, নাত ইত্যাদি। ভক্ত অনুরাগীদের আনাগোনাও সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে।

মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের ওরসের তুলনায় জনসমাগম কিছুটা কম, তবে পরিবেশ পরিচ্ছন্ন। কোনো অনৈসলামি কার্যকলাপ নেই। সন্ধ্যার পর থেকে চলছিল হামদ নাত কেরাত ইত্যাদি।

মসজিদ এবং মহিলা ইবাদতখানায় বসে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। এশার নামাজের পর থেকে শুরু হয়েছে খতমে কোরআন।  অন্তত ৩০ জন হাফেজ এই খতমে কোরআনে অংশ নিয়েছেন বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আবার রান্না-বান্নার কাজও চলছে পুরোদমে। ওরসের সিরনি উপলক্ষে জবাই করা হয়েছে ভক্তদের দেয়া ৩৪টি গরু। প্রচুর ছাগলও দিয়েছেন অনুরাগীরা। সেগুলো দিয়েও সিরনি হওয়ার কথা।

ওরস উপলক্ষে হজরত শাহজালের মাজারে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুটি পুলিশ বক্সে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সাদা পোশাকে সক্রিয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। মাজার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও রয়েছে তৎপরত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ