রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ ।। ২০ পৌষ ১৪৩২ ।। ১৫ রজব ১৪৪৭


৪ মাসের মধ্যে তৃতীয়বার নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশীয় প্রযুক্তিতে তৈরি 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর। ঠিক দু'মাস পর অর্থাৎ ২৬ নভেম্বর নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ–বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি।

এবার তৃতীয়বারের মতো দেশীয়ভাবে তৈরি ‘তাইমুর’ এয়ার-লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। শনিবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের সেনাবাহিনী সংবাদসংস্থা আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, 'তাইমুর' ক্ষেপণাস্ত্র ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম দ্বারা সজ্জিত এবং খুব কম উচ্চতায় উড়ার জন্য ডিজাইন করা হয়েছে; যা একই সময়ে শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে চলতে সক্ষম।

আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে ‘পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ’ বলে উল্লেখ করে।

তবে, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিবেশী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রকাশের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ