শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন ইয়াহিয়া সারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফা এলাকায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইসরায়েলের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো ইসরায়েলি নাগরিক আশ্রয়কেন্দ্রে ছুটে যায় বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

ইয়েমেনের আল-মাসিরাহ টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনি বাহিনী ‘প্যালেস্টাইন–২’ নামের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। এটি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা দ্রুতগতি ও লক্ষ্যবস্তুর নির্ভুলতায় সক্ষম।

ব্রিগেডিয়ার সারি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়াফায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়েছে। লাখো দখলদার আতঙ্কে পড়ে আশ্রয়কেন্দ্রে পালিয়েছে। ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের সমর্থন অব্যাহত থাকবে। জায়োনিস্ট শত্রু যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তবে তা আমাদের প্রতিরোধ আরও তীব্র করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে। এর বিরুদ্ধে ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীরা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে। সূত্র: মেহের নিউজ ও আল-মাসিরাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ