নেপালে জেনারেশন জেড (জেন-জি) বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে। সোমবার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ও গেট টপকে ভবনের ভেতরে প্রবেশ করে।
শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার পরও বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর দ্য হিমালয়ান টাইমস।
অবস্থা উত্তপ্ত হয়ে উঠায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত নিউ বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়।
প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালের স্বাক্ষরিত কারফিউ ঘোষণায় জানানো হয়, স্থানীয় প্রশাসন আইন ২০২৮-এর ৬(এ) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারফিউয়ের আওতায় আসা এলাকাগুলো হলো—নিউ বানেশ্বর চৌক থেকে পশ্চিমে বিজুলিবাজার সেতু (এভারেস্ট হোটেল সংলগ্ন) পর্যন্ত, পূর্বে টিঙ্কুনে চৌক (মিন ভবন ও শান্তিনগর হয়ে) পর্যন্ত, উত্তরে আইপ্লেক্স মল সংলগ্ন রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণে শঙ্খমূল সেতু পর্যন্ত।
১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের তরুণরা কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল, বিরাটনগরসহ বিভিন্ন শহরে দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছে।
বনেশ্বর এলাকায় কিছু তরুণকে পুলিশের গার্ড হাউসে উঠতে দেখা যায়। এর পরপরই নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে। পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারীদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
এমএইচ/