শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইসলাম ভারতের অংশ এবং ভবিষ্যতেও থাকবে: আরএসএস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছেন, ইসলাম আসার পর থেকেই ভারতের অংশ এবং ভবিষ্যতেও তা থাকবে। যারা বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন, তারা হিন্দু দর্শন বোঝেন না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে আরএসএসের শতবর্ষী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

ভগবত বলেন, ‘যারা মনে করে ইসলাম থাকবে না, তারা হিন্দু চিন্তাধারায় পরিচালিত নয়। হিন্দু দর্শন এভাবে চিন্তা করে না। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা থাকলেই এই সঙ্ঘাতের অবসান হবে। প্রথমত, আমাদের মেনে নিতে হবে যে আমরা সবাই এক।’

তিনি ভারতে অবৈধ অনুপ্রবেশের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সরকার কিছু প্রচেষ্টা চালাচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে বসবাসকারী মুসলমানরাও এ দেশের নাগরিক। তাদেরও কর্মসংস্থানের প্রয়োজন। আপনি যদি মুসলমানদের চাকরি দিতে চান, তাহলে আমাদের নিজস্ব নাগরিকদের চাকরি দিন। আমরা কেন বাইরে থেকে আসা লোকদের চাকরি দেব? তাদের দেশকে তাদের দায়িত্ব নিতে হবে।’

আরএসএস প্রধান উৎসবের সময় ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, ‘উপবাসের সময় মানুষ নিরামিষ থাকতে পছন্দ করে। যদি সেই দিনগুলোতে কিছু দৃশ্য উপস্থাপন করা হয়, তাহলে অনুভূতিতে আঘাত লাগতে পারে। এটা মাত্র দুই বা তিন দিনের ব্যাপার। সেই সময়কালে এই ধরনের অভ্যাস এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। তাহলে কোনো আইনের প্রয়োজন হবে না।’

ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন, প্রতিটি ভারতীয় পরিবারের উচিত তিনটি সন্তানের বেশি না রাখা। তার ভাষায়, ‘জনসংখ্যা নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত থাকা উচিত। এই দৃষ্টিকোণ থেকে তিনটি সন্তান থাকা উচিত, এর বেশি নয়। সকলেরই এটি মেনে নেয়া উচিত।’সূত্র: জিনিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ