সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: রয়টার্স

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।

এদিকে ইসরাইলি নিরাপত্তা সূত্র দাবি করেছে, ‘ক্রমবর্ধমান সম্ভাবনা রয়েছে’ যে আজ রাতের হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলা স্থানীয় মানুষের মাঝে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

ইরানি কর্তৃপক্ষ এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এমন নিঃশর্ত ও অপ্রয়োজনীয় সহিংসতা মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’

ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযান চালিয়েছে, যার মাধ্যমে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে।

টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ