মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ইসরায়েলে গাড়ি হামলায় ১৩ জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলে গাড়ি হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হান্নার কারকুর জংশনে এই হামলা ঘটে। হামলায় আহতদের অবস্থা গুরুতর না হলেও, এটি ইসরায়েলের জনমনে নতুন করে অস্থিরতা সঞ্চার করেছে।

হামলাটি ঘটে হান্নার কারকুর জংশনে, যেখানে বেসামরিক নাগরিকরা বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। হামলাকারী ব্যক্তি, যাকে সন্দেহ করা হচ্ছে, তিনি ৫৩ বছর বয়সী একজন ফিলিস্তিনি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা। তিনি ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়াই ইসরায়েলে বসবাস করছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাস স্টেশনে অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালান। গাড়ি হামলার পর, পুলিশ দ্রুত তাকে আটক করে। তবে, এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে।

হামলার সময়, গাড়িটি দ্রুত গতি নিয়ে হান্নার কারকুর জংশনের একটি গ্রুপের ওপর আছড়ে পড়ে। এরপর, হামলাকারী আবারও গতি নিয়ে একটি পুলিশের গাড়ির দিকে চলে যায় এবং সেটি আঘাত হানে। পুলিশ সদস্যরা দ্রুত প্রতিরোধ করে এবং হামলাকারীকে আটক করে হত্যা করে।

এই হামলা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির আরো উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। তথ্যসূত্র : এবিসি, আরব নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ