বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মেক্সিকো, কানাডার ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডার ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সোমবার (৩ ফেব্রুয়ারি) এক্সে জানিয়েছেন, ট্রাম্প এক মাসের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন। খবর রয়টার্সের।

প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। এরপরই তিন শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ট্রাম্প শর্ত দিয়েছেন, মেক্সিকোকে সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। এই সেনারা বিশেষ করে নজর দেবেন ফেনটানেল নামের একটি মাদকের ওপর। যেটি নিয়েই ট্রাম্প সবচেয়ে বেশি চিন্তিত।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবে বলেও জানান ট্রুডো। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থপাচারও বন্ধ করা হবে।

চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এই আলোচনা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ