শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিংহের সঙ্গে সেলফি তোলারচেষ্টা করেছিলেন প্রহ্লাদ নামে এক যুবক। পরে সেটির আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ওই যুবকের।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের হায়দরাবাদের তিরুপতি চিড়িয়াখানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ২৫ ফুট লম্বা দেয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন রাজস্থানের আলওয়ারের বাসিন্দা প্রহ্লাদ গুজ্জর। তিনি একাই চিড়িয়াখানায় গিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই তাকে খাঁচায় ঢুকতে দেখে বাধা দেন কেয়ারটেকার। কিন্তু কোনো বারণের তোয়াক্কা না করেই প্রহ্লাদ চেষ্টা করতে থাকেন সিংহের সঙ্গে সেলফি তোলার। এরপরই ‘ডোঙ্গালপুর’ নামে সেই সিংহ ক্ষতবিক্ষত করে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহ্লাদের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিড়িয়াখানাজুড়ে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ্রী ভেঙ্কটেশ্বরা চিড়িয়াখানায় সিংহ রয়েছে তিনটি। ডোঙ্গালপুর ছাড়াও রয়েছে কুমার ও সুন্দরী। আপাতত একটি আলাদা খাঁচায় একা রাখা হয়েছে ডোঙ্গালপুরকে। তাকে পর্যবেক্ষণে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এদিকে প্রহ্লাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, যা থেকে জানা যাবে প্রহ্লাদ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা। সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ