বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তুরস্ক সংগ্রাম চালিয়ে যাবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তার দেশ সংগ্রাম চালিয়ে যাবে’।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আঙ্কারা গাজা উপত্যকায় ইসরায়েলি অন্যায়ের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর একটি অভিন্ন অবস্থান গঠনের জন্য তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইসরায়েল কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধগুলিকে উপেক্ষা না করার জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’।

শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সাধারণ পরিষদের পঞ্চম সভায় তিনি পাঠানো একটি ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, ‘আমরা আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখছি যাতে ইসলামিক দেশগুলো সাড়া দিতে পারে এবং গাজায় ইসরায়েলি অন্যায়ের বিরুদ্ধে যৌথভাবে কাজ করতে পারে।’ 

সূত্র: আনাদুলো এজেন্সি

অনুবাদ: হাসান আল মাহমুদ  

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ