মেক্সিকোর তামাউলিপাস রাজ্যে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৭ জন নিহত এবং আরও ২০ জন আটকা পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ পড়ে যাওয়ার ঘটনায় এই পর্যন্ত ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ধসের সময় প্রায় গীর্জায় অন্তত ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা চলছে।
এম আই/
                              
                          
                              
                          
                        
                              
                          