বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

বন্যার্তদের সেবায় ‘মারকাযুল ফুরকান ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় ‘মারকাযুল ফুরকান ফাউন্ডেশন’

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষতিগ্রস্ত অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রংসনীয় ভূমিকা পালন করে চলছে মারকাযুল ফুরকান ফাউন্ডেশন

জানা গেছে, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত এই ফাউন্ডেশনটি বন্যার্তদের সেবায় গত বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) থেকে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিন উদ্ধার অভিযানে ফেনীতে হেলিকপ্টার দিয়ে সহায়তা করেছে।  দ্বিতীয় দিন থেক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অস্থায়ী ক্যাম্প করে প্রতিদিন শুকনা ও ভিজা খাবারের সমন্বয়ে ৫ থেকে ৬ হাজার লোকের খাবার রেগুলার বিতরণ করে আসছে। পরশুরামে ৫ শতাধিক মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেট করে বিতরণ করেছে।

এছাড়া, লাকসাম, মনোহরগঞ্জ, বুরিচিং, দেবিদ্ধার, চৌদ্দগ্রাম ক্যান্টনমেন্ট এলাকাগুলোতে রেগুলারলি রান্না খাবার বিতরণ করছে। বাচ্চাদের দুধ-পেমপাস, মা-বোনদের প্রয়োজনীয় আসবাবপত্র, ওরস্যালাইন-মেডিসিনসহ প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছে দিচ্ছে বলে জানা গেছে ফাউন্ডেশন সূত্রে।

মারকাযুল ফুরকান’র চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ‘প্রতিদিনেই আমাদের ফাউন্ডেশন ৫-৬ টা টিম ভাগ হয়ে কাজ করছে। আট দিন যাবত আমাদের এই কার্যক্রম চলছে। পরবর্তী গন্তব্য আমরা নোয়াখালী যাবো। সেখানে বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক আমরা কাজ করব।

তিনি জানান, ভেসে আসা লাশ দাফনের কাজও করছি আমরা। এ পর্যন্ত একটা শিশু, দুজন মহিলা ও একজন পুরুষের লাশ দাফন করার ব্যবস্থা করেছি।

কুমিল্লাসহ বন্যা কবলিত এলাকা নোয়াখালী, লক্ষীপুর এবং ফেনীতে মসজিদ, মাদরাসা এবং ওলামায়ে কেরামদের পুনর্বাসন নিয়ে কজের পরিকল্পনা আছে বলে জানান ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোনে মাহমুদ।

তিনি বলেন, এছাড়া করোনাসহ দেশের যে কোনো দুর্যোগে মারকাযুল ফোরকান খেদমতে হাজির হবো, ইনশাআল্লাহ।

এসময় তিনি , ভিক্টোরিয়া কলেজ মসজিদের সম্মানিত খতিব মাওলানা মামুন মুস্তফাকে বিশেষ শুকরিয়া জানানোসহ মারকাযুল ফুরকানকে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের নাম তুলে ধরেন। মারকাযুল ফুরকান, রেডিও একাত্তর ৯৮:৪ এফএম, ইমদাদুল আবেদীন ফাউন্ডেশন, ত্বহা-জিন্নুরাইন ফাউন্ডেশন, আশ-শরীয়াহ ফাউন্ডেশন, আদ দাওয়াহ বাংলাদেশ, তরুণ ওয়ায়েজে কেরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ