বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

হেলিকপ্টারে অন্তঃসত্ত্বা নারী ও অসহায়দের উদ্ধার করছে ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেলিকপ্টারে অন্তঃসত্ত্বা নারী ও অসহায়দের উদ্ধার করছে ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন

|| হাসান আল মাহমুদ ||

বন্যাদুর্গত এলাকায় হেলিকপ্টারে অন্তঃসত্ত্বা নারী ও অসহায় বৃদ্ধ, শিশুদের উদ্ধার করেছে বিশিষ্ট ইসলামি আলোচক মুফতি হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন।

জানা গেছে, উদ্ধার ও ত্রাণতৎপরতায় বন্যাকবলিত এলাকা ফেনী, নোয়াখালীর নানা এলাকাগুলোতে সক্রীয় আছে ফাউন্ডেশনটির স্বেচ্ছাসেবী সদস্যরা। গতকাল (২৪ আগস্ট) থেকে ফেনীর নানা এলাকার অসুস্থ নারী, পুরুষ এবং বাচ্চাদের স্পিডবোট ও হেলিকপ্টারে উদ্ধার অভিযানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন। এছাড়া, দুর্গত এলাকাগুলোতে খাবার পৌঁছে দিচ্ছে সদস্যরা।

আজ রবিবার আপলোডিত এক ভিডিওতে পানিকবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা নারীদের উদ্ধার করে স্পিডবোটে সমতল উঁচু শুকনো জায়গায় তুলে এনে হেলিকপ্টারে চড়িয়ে নিরপাদ জায়গায় নিয়ে যেতে দেখা যায়।

এর আগে ফেনী জেলার ছাগলনাইয়া থেকে ৮ মাসের একজন গর্ভবতী নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ের একটি ভবনের ছাদে হেলিকপ্টার অবতরণ করানো হয়। পরে সেখান থেকে বিশেষায়িত অ্যাম্বুল্যান্সে করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ফাউন্ডেশনের সদস্যরা।

ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশেনর চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিছবাহ আওয়ার ইসলামকে জানান,  ‘আমাদের চেষ্টা অব্যাহত। অসহায় মানুষের সেবায় ফী সাবিলিল্লাহ ফাউন্ডেশন সবসময় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ’।

উল্লেখ্য, বর্তমানে ফেনী নাঙ্গলকোট ও নোয়াখালীর নানা এলাকায় শুকনা খাবার বিতরণ করছে ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন। কালকের পর থেকে চাল-ডাল-সহ ভারী খাদ্যসামগ্রি বিতরণ শুরু করবে বলে জানায় ফাউন্ডেশনটি।

ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর অনুদান তহবিল :

নগদ এজেন্ট : +88 01318-484847

বিকাশ এজেন্ট : +88 01316-238383

নগদ ও বিকাশ পার্সোনাল :

+88 01712-379748

+8801719-788383

+8801732-904393

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ