শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

খতিবকে মোটরসাইকেল উপহার মসজিদ কমিটির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

“যখন দেশের বিভিন্ন স্থানে আলেম-উলামাদের জন্য দোয়া করার কারণে ইমাম ও খতিবদের চাকরিচ্যুত করা হচ্ছে, ঠিক সেই সময়ে আমার যাতায়াতের সুবিধার জন্য মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমাকে ঋণী করেছেন। আমি আবেগ আপ্লুত। এ উপহারের মাধ্যমে সমাজের প্রতি মুসলিম উম্মাহর আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।" 

কথাগুলো বলছিলেন ফেনীর সোনাগাজী মধ্যম বাখরিয়া আল হেরা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল হক। গত শুক্রবার জুমার নামাজের পরে খতিব মাওলানা জহিরুল হকের হাতে একটি মটর সাইকেল উপহার হিসেবে তুলে দেন কমিটির সদস্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, এলাকার প্রবাসী, যুব সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অর্থায়নে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এভাবে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানিত করা হলে আলেম উলামারা উৎসাহিত হবেন।

সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন বলেন, আমরা চাই দেশের সব আলেম উলামাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হোক। সম্মানের সঙ্গে তারা চাকরি করুক।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর কাউন্সিলর মো. মোস্তফা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ, সহসভাপতি মো. মাঈন উদ্দিন, একরামুল হক, ফকির আহাম্মদ, সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নূরনবী, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ প্রমুখ।

এমআর/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ