রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল

বারিধারার তালিমুল উম্মাহ একাডেমি : আলোকিত মানুষের ঠিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

।। মোহাম্মাদ হুজাইফা ।।

ঢাকা জেলার বারিধারা এলাকায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত সাপ্তাহিক মক্তব। এটি আলোকিত মানুষের ঠিকানা। ভাটারা থানার সাধারণ মুসলিম সন্তানদের জন্য গড়ে ওঠেছে এই প্রতিষ্ঠান। তালিমুল উম্মাহ একাডেমি ২০১৩ সাল থেকে ‘সাপ্তাহিক মক্তব’ শুরু করে।

একাডেমির প্রতিষ্ঠাতা জনাব বায়েজিদ হুসাইন মুহাম্মাদপুরে খ্রিষ্টানদের অপতৎপরতা পর্যবেক্ষণ করে চাঞ্চল্য বোধ করেন। তখন তিনি বারিধারা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন। হুজুরের পরামর্শে ভাটারা থানাতেই তালিমুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি বারিধারা মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মুহাম্মাদুল্লাহ কাসেমী। ভাটারা থানায় ১০টি ও ভোলা জেলায় ১টিসহ মোট ১১টি সেন্টার রয়েছে। ছেলে-মেয়ে ও বয়স্ক সবমিলিয়ে ছাত্র সংখ্যা ৪৫০ থেকে ৫০০জন প্রায়।

 

প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কুরআন ও জরুরি মাসায়েল শিক্ষা প্রদান করা হয় এবং বিনামূল্যে নাশতা দেওয়া হয়। দুইমাস অন্তর-অন্তর উৎসাহ মূলক প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি ২৫ডিসেম্বরে বাৎসরিক প্রতিযোগিতা উৎসব করে ছাত্রদেরকে পুরষ্কৃত করা হয়।

এ প্রতিষ্ঠানের ব্যয় বারিধারা মাদরাসার ছাত্র-শিক্ষক ও কমিটি থেকে চাঁদা হিসেবে উঠানো হয়। এবং সাধারণ মানুষ থেকে কিছু কালেকশন করা হয়। এভাবেই এ প্রতিষ্ঠানটি অসহায় বাচ্চাদের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ