মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

নেত্রকোনায় তরুণ আলেম সমাজের দেয়াল লিখনীতে মুগ্ধ নেটিজেনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুরে সৌন্দর্য  বৃদ্ধির জন্য রং—তুলি হাতে নিয়ে কাজ করছেন  বৈষম্যবিরোধী তরুণ আলেম সমাজ। দেয়াল লিখন ও আরবি ক্যালিগ্রাফির মাধ্যামে বদলে গেছে দুগার্পুরের দেয়ালগুলোর চিত্র।

ছাত্র—জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মতো দুগার্পুরেও রং-তুলির আঁচরে দেয়ালগুলোকে রাঙিয়ে দিয়েছে দুগার্পুরের বৈষম্যবিরোধী আলেম সমাজ।

সরেজমিনে দেখা যায় সুসং সরকারি কলেজ,  দুগার্পুর মহিলা ডিগ্রি কলেজ, জামিউল উলুম কাচারী মাদরাসা এবং অডিটরিয়ামের দেয়ালগুলোতে শোভা পাচ্ছে জুলাই বিপ্লবের নানা শ্লোগান সহ বিভিন্ন গ্রাফিতি। দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান এবং আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন তরুণ আলেমরা। আলেম, হাফেজ এবং মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন এই কর্মসূচিতে। স্কুল—কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও তাঁদের সমর্থন জানিয়ে  উৎসাহ প্রদান করে।

তাদের ছিল না কোন ক্লান্তি, অবসাদ। সকাল থেকে রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টিতে  ভিজেই তরুন আলেমগন ফুটিয়ে তুলছিলেন সৌন্দর্য।  সুসং সরকারি মহাবিদ্যালয়ের দেয়াল, মহিলা ডিগ্রি কলেজের দেয়াল,অডিটোরিয়ামের দেয়ালসহ, কাচারী মাদরাসার দেয়ালেও  চোখে পড়ে, রং—তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা  তাঁদের এই প্রতিবাদী স্লোগান এবং আরবি ক্যালিগ্রাফি। এসব লিখনীতে রয়েছে, আবরার ফাহাদ থেকে আবু সাঈদের কথা। জালিমের সামনে প্রতিবাদের ভাষা। প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার অঙ্গীকার।  বিভিন্ন দৃশ্যে ফুঠে উঠেছে এই বাংলার নতুন স্বাধীনতা, তিতুমীরের সেই বাঁশের কেল্লা। এর সাথে আরবি ক্যালিগ্রাফিও সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পৌর শহরের।

মুফতী ইসলাম মাহমুদ বলেন, জালিমের সামনে মুসলিমরা কখনও মাথা নত করে না, তা আবু সাঈদ এ প্রজন্মকে দেখিয়ে দিয়েছে। জালিমের মসনদকে তছনছ করার জন্য এভাবেই যুগে যুগে তৈরি হবে নতুন প্রজন্মের আবু সাঈদরা। তিতুমীরের সেই পুরনো ঘুনে ধরা বাঁশের কেল্লা থেকে যদি আবারও যুদ্ধের ঘোষণা আসে, এই প্রজন্ম সেই যুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়ে বিজয় অবশ্যই ছিনিয়ে আনবে। ইনশাআল্লাহ। 

হাফেজ মোবাশ্বির হাসান বায়জিদ বলেন,  এদেশে স্বাধীনতার নতুন  উদয় হয়েছে এবার সংস্কারও হবে। নতুন প্রজন্ম যেন জানতে পারে ২৪ এর এই আন্দোলন সম্পর্কে। তাই আমাদের এই দেয়াল লিখন এবং আরবি ক্যালিগ্রাফি করা।

আরও কয়েকজন মাদরাসা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন , এদেশ আমাদের সকলের, এদেশে বৈষম্যের জায়গা নেই। সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করবে এটাই আমাদের চাওয়া। এমন একটা দেশ গড়াই আমাদের অঙ্গীকার।

তরুণ আলেম সমাজের এমন উদ্যোগেকে স্বাগত জানিয়ে তাঁদের কাছ থেকে নতুন কিছু আশা করেন প্রবীণ আলেমগণ। আশা করেন একটি আদর্শ রাষ্ট্রের। স্থানীয় ও পথচারীরাও দাঁড়িয়ে অবাক হয়ে উপভোগ করেছেন এই লিখনীর সৌন্দর্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ