শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জামেয়া দারুল মা‘আরিফে প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ মে) বিকেলে জামেয়ার কনফারেন্স হলে ‘এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’ শ্লোগানে তা অনুষ্ঠিত হয়। 

প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক  মাওলানা আফীফ ফুরকান মাদানির সঞ্চালনায় ও পরিষদের  সভাপতি শায়খ সাইফুল্লাহ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে যোগ দেন শতাধিক  সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক মাদানি।

জামেয়া দারুল মা‘আরিফে প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতপ্রধান অতিথি হিসেবে দায়িত্বশীল ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুদীর আল্লামা ফুরকানুল্লাহ খলীল।

বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা প্রফেসর মাওলানা ড. রশীদ জাহেদ, প্রফেসর মাওলানা ড. মোস্তফা কামিল মাদানি, মাওলানা নুরুল আমীন মাদানী, মাওলানা ড.আখতার হাকীম, সহ-সভাপতি শেখ সালামতুল্লাহ মাদানি, মাওলানা ড.শোয়াইব রশীদ মক্কিসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে বক্তারা ছাত্র পরিষদকে আরো গতিশীল করার লক্ষ্যে পরিকল্পনা কমিটি ও স্থায়ী কল্যাণ তহবিল গঠনে গুরুত্বারোপ করেন। উপস্থিত তরুণ আলেমদের দারুল মা‘আরিফের আদলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দ্বিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বিশেষ তাগাদা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বোর্ড পরীক্ষা ও জাতীয় প্রতিযোগিতায় মেধাস্থান অধিকারী কৃতী ছাত্রদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ