শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


এবারও গ্রন্থ সম্মাননা দেবে ইসলামি লেখক ফোরাম, বই আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গ্রন্থ সম্মাননা দেবে ‎তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। সংগঠনটি ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য ফোরাম সদস্যদের কাছে বই আহ্বান করছে।

‎‎নিয়মাবলি

‎# ২০২৪-২৫ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, কিশোর কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন, শিশুসাহিত্য ও কুরআন-হাদিসের যেকোনো বই  প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।

‎# শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন।

‎# একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে বই জমা দিতে পারবেন।

‎# আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিচের ঠিকানায় প্রতি বিষয়ের জন্য দুই কপি বই ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি জমা দিতে হবে। কোনো এন্ট্রি ফি জমা দিতে হবে না।

‎# বইয়ের সঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, বইটি এই সম্মাননার জন্য উপস্থাপন করা হচ্ছে। এতে প্রতিযোগীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

‎# খামের ওপর  ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৫' কথাটি লিখতে হবে।

‎# সাহিত্যের বিভিন্ন বিষয়ে ১০ জন লেখককে সম্মাননা প্রদান করা হবে।

‎# সম্মাননা প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের বাছাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। চূড়ান্ত বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা চাদর, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

‎# সম্মাননা প্রদান অনুষ্ঠানে লেখক তার বই প্রকাশের গল্প বলার সুযোগ পাবেন।

‎# সম্মাননা প্রদান অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

‎—‎যোগাযোগের ঠিকানা—

‎অফিস নং ০৬, কওমি মার্কেট (৩য় তলা), ‎৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০, ‎মোবাইল : ০১৯১৮৭০৬০৩৫

‎‎বিশেষ প্রয়োজনে :  ‎০১৮১১৮১৮৬৭০, ‎০১৮১১৩৭৬৫৭২

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ