শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ঢামেকের শিক্ষা কার্যক্রম বন্ধ, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) তার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২১ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ প্রশাসন এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।

এছাড়াও, শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশের আওতাভুক্ত থাকবে না।

এদিন সকালেই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস এবং আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফজলে রাব্বি হলসহ দুটি হল বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, এবং ছাত্রী হলের সিলিংও খসে পড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো সময় হলে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। তারা সরকারকে বাজেটের মাধ্যমে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে এই সংকটের সমাধান করতে অনুরোধ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ