রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

টিএসসিতে মহিলাদের নামাজের জায়গা উদ্বোধন করলেন ভিসি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মহিলাদের জন্য পুনরায় নামাজের জায়গার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন করেছেন ঢাবির ভিসি স্যার। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়।

জানা যায়, এর আগে টিএসসিতে ২০২২ সালের ১২ এপ্রিলে নামাজের জায়গা প্রস্তুত করা হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এসে তা ভেঙে দিয়েছিল। 

উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন, ঢাবির প্রক্টর ও অন্যান্য শিক্ষকগণ। এছাড়াও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও উপস্থিন ছিলেন। 

এর মূল উদ্যোক্তা নাফিসা ইসলাম সাকাফি তার ফেসবুক পেইজে বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ভিসি স্যার, প্রক্টর স্যার, অন্যান্য স্যার-ম্যামরা এবং গ্রীণ ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এসে নামাজের রুম উদ্বোধন করেন। ভিসি স্যার এবং গ্রীণ ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ, আমাদের কাছে চাবি হস্তান্তর করেন। উনাদের অনেক কৃতজ্ঞতা।’

সাকাফি আরও বলেন, আজকে আমরা মেয়েরা এবং ম্যামরা একসাথে জুহর নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ।

আরও কিছু জায়গায় মহিলাদের উন্মুক্ত নামাজের জায়গা প্রস্তুত করার কথা উল্লেখ করে নাফিসা ইসলাম বলেন, পর্যায়ক্রমে কার্জন, চারুকলা, সেন্ট্রাল ফিল্ডে আমরা মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করবো ইন শা আল্লাহ।

নামাজের জায়গা প্রস্তুত করনে সহযোগিতা করায় তিনি গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ