রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

‘কুরআনের পাখি হাফিজগণ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএফবি কোরআন আলো কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎস ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট চুক্ষ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, মুফতি ফয়জুল হক জালালাবাদী।

সিলেট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশনে প্রথম স্থান অধিকারকারী হাফিজ মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী হাফিজ আদনান হোসাইন নাহিদ-কে নগদ ২০ হাজার টাকা,  তৃতীয় স্থান অধিকারী হাফিজ হাফিজ ওলী উল্লাহ আলিম-কে নগদ ১৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী নাসিম উদ্দিন কে নগদ ১০ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ইসমাইল আবিদকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে ৪০তম স্থান অধিকারী প্রতিযোগিকে নগদ অর্থ, কোরআন শরীফ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে।

বক্তারা আরো বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তাগণ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ