রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম
ফেনী জেলা প্রতিনিধি

ফেনী শহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান মাসুদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরবেলা শহরের খাজুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আসাদুজ্জামান মাসুদ সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের আশ্রাফ আলী ভূঁইয়া বাড়ীর নুরুল আলমের ছেলে। সেফেনী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত ও এক আরোহী আহত হয়েছেন। নিহতের মরদেহ মর্গে রাখা আছে। আইনি ব্যবস্থা শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ