ঢাকা-১১ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জমিয়তের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান অত্যন্ত জরুরি। তারা ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এম এ কাইয়ুমকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জমিয়ত নেতারা আরও বলেন, ডা. এম এ কাইয়ুম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাকে বিজয়ী করা হলে এই আসনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জমিয়তের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের সর্বস্তরে ইসলামী শিক্ষা প্রচার-প্রসার ও জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক ও ভাটারা থানা সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবং জমিয়ত মনোনীত ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুবুল আলম।
মাওলানা তাজুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মিফতাহুল উলুম বাড্ডার মুহতামিম ও বাড্ডা থানা জমিয়তের উপদেষ্টা মাওলানা আবুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান, রামপুরা থানা সভাপতি মাওলানা হাসান আহমদ, বাড্ডা থানা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফরাজী, রামপুরা থানা সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, মাওলানা মামুন, মাওলানা মোতাহার ও মাওলানা মশিউর রহমান, ভাটারা থানা মাওলানা হোসাইন আহমদ, বাড্ডা থানা সহ সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম নোমানী, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ সালমান।
যুব জমিয়তের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি নাসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আলী, বাড্ডা থানা সভাপতি মুফতি সোহেল রহমানী, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আমজাদ হোসাইন, মাওলানা গিয়াস উদ্দিন ও মো. হাবিবুল্লাহ রায়হান।
ছাত্র জমিয়তের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ নূর হোসাইন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, শোয়াইব বিন নাসির প্রমুখ।
আরএইচ/