বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

গাইবান্ধায় বিজিবি সদস্যের পরিবারকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জয়বুর হোসেনের পরিবারকে প্রকশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে হুমকির বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে বৃহস্পতিবার প্রকাশ্য একদল সন্ত্রাসী অস্ত্র হাতে তার বাড়িতে এসে এই হত্যার হুমকি দেন। ওই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গাইবান্ধা পৌর এলাকা মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হজ থেকে ফিরে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যখন তিনি তাহাজ্জুদের নামাজে মগ্ন থাকেন, তখন বেলাল হোসেনের বাসায় উচ্চ শব্দে গান বাজানো হয়, যা প্রতিবেশীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জয়বুর হোসেন এবং তার স্ত্রী এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বেলাল হোসেন উত্তেজিত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভাড়াটিয়া বাসিন্দা সৈয়দ বেলাল হোসেন ইউসুফ ও তার সহযোগী ৮-৯ জন ভাড়াটিয়া গুন্ডাবাহিনী নিয়ে জয়বুর হোসেনের বাড়ির সামনে এসে তাদের প্রাণনাশের হুমকি দেন এবং গেট ভাঙার চেষ্টা করেন। তারা মোটরসাইক যোগে এসে হাতে ধারালো অস্ত্রসহ তাদের বাড়ির সামনে ভাঙচুর এবং গালিগালাজ শুরু করেন। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র থাকায় এসময় তাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এখন পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ