রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

ফুলপুরে বন্যার পানি কমছে, খাবারের সংকট আশ্রয় কেন্দ্রগুলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হুসাইন, ফুলপুর প্রতিনিধি:

গতকয়েক দিনে টানা বৃষ্টি ও  ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা, সিংহেশ্বর, রুপসী, বালিয়া, ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় ৩৫ টি গ্রামের মানুষ পানিবন্দি অন্তত অর্ধলাখ মানুষ। স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠন এর সহযোগীতায় পানিবন্দি মানুষ জন  আশ্রয় কেন্দ্রে নিরাপদে রয়েছে।

উপজেলা কর্মকর্তা, সেবামূলক সংগঠন ও রাজনৈতিক দলগুলো শুকনো খাবার সামগ্রী বিতরণ করে আসছেন, তবে খাবার ও বিশুদ্ধ পানির আশ্রয় কেন্দ্রগুলোতে সংকট রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নৌকা দেখলেই কেউ কলাগাছের ভেলা, কেউ নাৌজানে কেউ সাঁতর কাটিয়ে এগিয়ে আসছে। কেউবা দূর থেকে হাত উঠিয়ে নিজের দিকে ডাকছে এদিকে আসেন এদিকে আসেন।

আরও দেখা গেছে, উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার ৭৪০হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে।

ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামের অধিবাসী মজিবুর রহমান জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে মালিঝি নদী হয়ে ফুলপুরে পানি প্রবেশ করে ও আমার জীবনে এমন ভয়াবহ বন্যা দেখেনি কখনো।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম বলেন, নালিতাবাড়ী এলাকা থেকে পানি নেমে উপজেলার ছনধরা, সিংহেশ্বর, রুপসী, বালিয়া, ও ফুলপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ