সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

আহমাদ অর্গানিক শপের বর্ষপূর্তি, ওমরাসহ ২০ পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর (রহঃ) এর মাদরাসা সংলগ্ন আহমাদ অর্গানিক শপের  বর্ষপূর্তি অনুষ্ঠান ও ‘আহমাদ শপ বিডি’র ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এক ব্যাতিক্রমী পুরস্কারের ঘোষণা দেন তরুন আলেম উদ্যোক্তা, ‘আহমাদ শপ বিডি’র কর্ণধার মাওলানা আহমাদ মহিউদ্দীন।

তিনি জানান, অনেকেই অনেক চটকদার পুরস্কারের ঘোষণা দেন। আমার জীবনের বড় স্বপ্ন ছিল পবিত্র ওমরা করা। এই স্বপ্ন আমার মত কোটি মানুষ লালন করেন। কিন্তু অর্থাভাবে তারা যেতে পারেন না। তাই আমি আমার ক্রেতাদের জন্য পবিত্র ওমরা পুরস্কার ঘোষণা করেছি। আহমাদ ফুড বিডির নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে যারা ফ্যামিলি কম্বোসহ ১ কেজি ঘি, ১ কেজি মধু, ১কেজি চিয়া সিড, ১০ লিটার সরিষার তেল ক্রয় করবে তাদের মধ্য হতে লটারি মাধ্যমে একজনকে আমার শপের পক্ষ থেকে পবিত্র ওমরা করাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরো দুজনকে পবিত্র ওমরার টিকেট এবং ভিসা পুরস্কার হিসেবে দিব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনিজন ও ওলামায়ে কেরাম। যাদের মত অন্যতম কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান।

তিনি এই তরুন উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করে বলেন, এত অল্প সময়ে এরকম সুনাম কুড়াতে পারা খুবই প্রশংসার। কওমি উদ্যোক্তা এমন একজন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে পারায় আমি ফাউন্ডার হিসেবে গর্বিত। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ahmadfoodbd.com এর সাফল্য কামনা করছি।

এছাড়া উপস্থিত ছিলেন লেখক ও অনলাই এক্টিভিস্ট মাওলানা সাইমুম সাদী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আফজাল হুসাইন, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাফিজুর রহমান, বিনোদনবন্ধু মহিউদ্দিন হাসান খান, এমবিএ টাইমস’র বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ খালিদ, প্রাংকীবয়েজের ডিরেক্টর মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, আহমাদ ফুডের সত্ত্বাধিকারী মাওলানা আহমাদ মহিউদ্দীন ৫ মে ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে শাপলা চত্বরে মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে আস্তে আস্তে  ঘুরে দাঁড়ান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ