বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি ‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিখোঁজ: মাহফুজুর রহমান মোয়াজ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসা থেকে মাহফুজুর রহমান মোয়াজ নামে এক ছাত্র হারানো গেছে। তার সন্ধান চেয়ে পরিবার আকুতি জানিয়েছে দেশবাসীর কাছে। এ বিষয়ে পরিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানার অফিসার ইনচার্জ বরাবর এক ডায়েরীতে নিখোঁজ মোয়াজের বাবা লিখেন, আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা (৪৩), পিতা- মোঃ আঃ মতিন, মাতা- জান্নাতুন্নাহার, জাতীয় পরিচয় পত্র নং: ৭৭৭৮১০০৬৬১, মোবাইল নং-০১৭১৫-৩৩২৯৪৪, সাং- গুরই, ইউনিয়ন- গুরই, থানা- নিকলী, জেলা- কিশোরগঞ্জ হাজির হইয়া এই মর্মে জানাইতেছি যে, আমার ছেলে মাহফুজুর রহমান মোয়াজ (১৩) অত্র থানাধীন হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসার ছাত্র।

আমার ছেলের শরীর স্বাস্থ্য ভাল। উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, মাথার চুল কালো ও ছোট আকার। পরনে ছিল গেঞ্জি ও পায়জামা।

এমতাবস্থায় ০৯/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমার ছেলে মাহফুজুর রহমান মোয়াজ বাজিতপুর থানাধীন হিলচিয়া জামিয়া মুহাম্মদিয়া মাদরাসা হইতে কিছু না জানাইয়া কোথায় যেন চলিয়া যায়। এরপর মাদরাসার শিক্ষক মোবাইল ফোনে আমাকে এই ঘটনা জানাইলে আমি সেখানে উপস্থিত হইয়া বিস্তারিত জানি এবং আমার আত্মীয়-স্বজনদেরকে অবগত করিয়া সম্ভাব্য সকল স্থানে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করিয়া আমার উক্ত ছেলের অবস্থান সম্পর্কে খোঁজাখুঁজি চালাই। আমার ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে থানায় জানানোর জন্য বিশেষ অনুরোধ জানাইতেছি।’


জিডি ট্র্যাকিং নং: RAVGAO জিডি নং: ৮৩৫

মোঃ মানিক মিয়া, ডিউটি অফিসার বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা। বিপি-৭৮৯৮০৩০৫৬৭।

এসআই (নিরস্ত্র) মোঃ ফিরুজ আল মামুন বিপি-৮।

মোবাইল নং-০১৭২৩৫৫০২৮৯

(স্বাক্ষরিত) মোহাম্মদ মুর্শেদ জামান অফিসার ইনচার্জ বিপি-৭৭০৬১০৩৯৭৭

মোয়াজের বাবা- মোস্তাফিজুর রহমান মোবাইল- ০১৭১৫-৩৩২৯৪৪

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ