বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি ‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

হাতিয়ার বঙ্গোপসাগরে ডুবেছে ৪ ট্রলার, নিখোঁজ অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টে ট্রলারগুলো ডুবে যায়। নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আমতলী ঘাটের একটি, বুড়ির দোনা ঘাটের দুটি, কাদেরিয়া ঘাটের একটি ট্রলার ডুবে গেছে। এছাড়া, আরো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‘আজ সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়।  প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেনস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।’

হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া চারটি ট্রলারের জেলেরা তীরে ফিরেছেন। একটি মালবাহী ট্রলার ডুবে গেছে বলে জানতে পেরেছি। সেটির লোকজনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ জানান, হাতিয়ার নিঝুম দ্বীপের কাছাকাছি কয়েকটি ট্রলারডুবির খবর পেয়েছি। ট্রলারগুলোর জেলেদের উদ্ধারে প্রশাসন কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর তথ্য পাইনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ