শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান 
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একাধিক দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটির টাকার সম্পদ। 
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।

এসময় বাজারের ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের অবস্থা ভয়াবহ থাকলেও সকলের সহযোগিতায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।

আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো. শফিউল আজম। শুরু থেকে শেষ পর্যন্ত দু’জন উপস্থিত থেকে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আপনাদের যে ক্ষয়ক্ষতি তা আসলে কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন, চাল ও আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ