শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আল-আমিন সংস্থার মাহ‌ফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টলার দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ‌্য‌ো‌গে আগামী ১,২ ও ৩ ন‌ভেম্বর শুরু হচ্ছে ৩‌দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহ‌ফিল।

মাহ‌ফিল সফল করার লক্ষে গত এক সপ্তাহব্যাপী বিভিন্ন দ্বীনি ও সমাজ সেবামূলক সংগঠন, ব্যবসায়ী সমিতি, ইমাম, খতিব, আলেম-উলামা, ছাত্র-শিক্ষকদের সঙ্গে মত‌বি‌নিময় সভা অ‌নু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তারা ব‌লেন, বৃহত্তর চট্টগ্রা‌মে আল-আমিন সংস্থা এক‌টি দ্বীনদরদি ও কল্যাণমুখ‌ী সমাজ বি‌নির্মা‌ণে নি‌বে‌দিত সংগঠন। প্র‌তিষ্ঠার পর থে‌কে এ সংগঠন মুস‌লিম উম্মাহর আধ্যা‌ত্মিক ও আর্থ‌িক উন্নয়‌নে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। 

বক্তারা আরো বলেন, ইসলামি আকিদা প্রচার-প্রসার ও দ্বীন‌ি প‌রি‌বেশ তৈ‌রির ল‌ক্ষ্যে ইসলামি মাহ‌ফিলগ‌ু‌লো ব্যাপক ভূ‌মিকা রে‌খে চল‌ছে। ইসলামি স‌ম্মেলন, তাফসিরুল কু‌রআন মাহ‌ফিলগু‌লে‌ার প্রয়োজনীয়তা অপরিসীম। 

এরই ধারাবাহিকতায় হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আল-আমিন সংস্থা’র উদ‌্য‌ো‌গে আগামী ১, ২ ও ৩  ন‌ভেম্বর ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহ‌ফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

উপস্থিত ছিলেন, মুহাম্মদ হানিফ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ওসমান খলিলাবাদী, ইফতেখার মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খায়রুনবী, শোয়াইব আহমদ, আলী আজম, জসিম উদ্দীন, জাকারিয়া সিকদার, মাওলানা মুফতি সিরাজুল্লাহ, মাওলানা মুফতি নাছির, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মুহাম্মদ আহসান উল্লাহ,  হা. মাওলানা ওসমান সিকদার, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, হাজী জসিম উদ্দীন,মাওলানা আবুল হাশেম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হোসাইন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ