শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

লক্ষ্মীপুরের প্রবীণ আলেম আব্দুল মান্নানের জানাযা ও দাফন সম্পন্ন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান সাহেবের নামাজে জানাযা আজ সকাল ৮ টায় তার নিজ বাড়ি 'মান্দারি ইশাআতুল উলুম মাদরাসা' প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমদ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল এবং আশরাফুল মাদারিস বটতলী মাদরাসার মুহতামিম মাওলানা মামুন ও লক্ষ্মীপুর উপনির্বাচনের এমপি পদপ্রার্থী মিয়া গোলাম ফারুক ।

এছাড়া অংশগ্রহণ করেছেন প্রায় সকল মাদরাসার শিক্ষক, তার শিষ্য,ভক্তবৃন্দ এবং স্থানীয় আলেম উলামা সহ হাজারো মুসল্লী। নামাজে জানাযার ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা নোমান সিদ্দিকী। জানাযা পর তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ও সয্যাশায়ী ছিলেন। গতকাল ১৮ অক্টোবর দুপুর ২.৪৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭ বছর।  

শতবর্ষী এই প্রবীণ আলেম   লক্ষ্মীপুর টুমচর আলিয়া মাদরাসার কামিলের সর্বপ্রথম ছাত্র  ছিলেন এবং  কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে  ৪র্থ স্থান অধিকার করেন।  তিনি উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আমিমুল ইহসান রহ.এর শিষ্য ছিলেন। ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত  দীর্ঘ ২০ বছর তিনি লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ছিলেন।  ২০০০ সালে তিনি অবসরপ্রাপ্ত হোন। শিষ্যদের কাছে তিনি  'মান্দারি হুজুর' নামে খ্যাত। লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক  মুহাদ্দিস  মাওলানা শামসুল ইসলাম ও  ভাইস প্রিন্সিপাল  মাওলানা ইসমাইল সহ সারা বাংলাদেশে তার অসংখ্য শিষ্য রয়েছে। তার দুই ছেলে এবং  মেয়ের জমাতারা সহ পরিবারের প্রায় সকলে আলেম।

তিনি নিজ এলাকায় 'ইশাআতুল উলুম' নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বহু শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।  মৃত্যুকালে তিনি  দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ