মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


মেখল মাদরাসার নাযেমে তালিমাত সড়ক দুর্ঘটনায় আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

তার ছেলে মাওলানা মাহমুুদুল হাসান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। গলায় টনসিলের সমস্যায় ভোগছিলেন। তাই আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা দিকে তিনি ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন। এরপর রাস্তা খারাপ হওয়ায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় তাকে বহন করা গাড়িটি উল্টে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তিনি আরো জানান, আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। 

মাওলানা নাসির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, মাওলানা নাসির উদ্দীন দীর্ঘ দিন ধরে মেখল মাদরাসার সহকারী নাযেমে তালিমাতের দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর ২০২১ সালে মাদরাসার মুহতামিম আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালের পর মেখল মাদরাসার মুহতামিমের দায়িত্ব পান তৎকালীন নাযেমে তালিমাত মাওলানা উসমান ফয়জী। এরপর থেকেই প্রতিষ্ঠানটির নাযেমে তালিমাতের দায়িত্ব পালন করে আসছেন মাওলানা নাসির উদ্দীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ