সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ায় রাজধানীর 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' এর সাবেক ছাত্র মুয়াজ বিন নুরের সনদ বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে দফতরে ইহতিমামে এক  বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

বৈঠকে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ'-এর গঠনতন্ত্র মোতাবেক অত্র জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দ-এর মাসলাক ও মাশরাব (পথ-মত ও নীতি-আদর্শ)-এর পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।

কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়ার পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-কে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের এ অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করত তাদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুখঃজনক। এরই পরিপ্রেক্ষিতে সকল আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জামিয়ার দফতরে ইহতিমাম হতে এ মর্মে ঘোষণা করা হচ্ছে যে, অত্র জামিয়া হতে উপরোক্ত পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-এর ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। অদ্য হতে ছাত্রত্বসহ কোনো ক্ষেত্রেই সে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' -এর পরিচয় দেয়ার নৈতিক অধিকার রাখে না।

উল্লেখ্য, মুয়াজ বিন নূর ২০১০ সালে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' থেকে তাকমিল জামাত সমাপ্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ