শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ায় রাজধানীর 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' এর সাবেক ছাত্র মুয়াজ বিন নুরের সনদ বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে দফতরে ইহতিমামে এক  বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

বৈঠকে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ'-এর গঠনতন্ত্র মোতাবেক অত্র জামিয়ার প্রতিটি ছাত্র-শিক্ষক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস ও চিন্তা-চেতনার পূর্ণ ধারক-বাহক হওয়া এবং উলামায়ে দেওবন্দ-এর মাসলাক ও মাশরাব (পথ-মত ও নীতি-আদর্শ)-এর পূর্ণাঙ্গ অনুসারী হওয়া অত্যাবশ্যক।

কিন্তু সাম্প্রতিক সময়ে জামিয়ার পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-কে আদর্শ বিচ্যুত তাবলিগ জামাতের এ অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করত তাদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুখঃজনক। এরই পরিপ্রেক্ষিতে সকল আসাতিযায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জামিয়ার দফতরে ইহতিমাম হতে এ মর্মে ঘোষণা করা হচ্ছে যে, অত্র জামিয়া হতে উপরোক্ত পরিচয় বহনকারী 'মুয়াজ বিন নূর'-এর ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। অদ্য হতে ছাত্রত্বসহ কোনো ক্ষেত্রেই সে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' -এর পরিচয় দেয়ার নৈতিক অধিকার রাখে না।

উল্লেখ্য, মুয়াজ বিন নূর ২০১০ সালে 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' থেকে তাকমিল জামাত সমাপ্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ