শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।

সকালে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।

সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ৬নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন। বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্র্যাচুইটির হার ৪০০ টাকা বাড়ানো, সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ