সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

পাঁচ দফা দাবি আদায়ে রাজধানীতে ছাত্র-জনতার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচ দফা দাবি আদায়ে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার, সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড, সানারপাড় থেকে সাইনবোর্ড, মাতুয়াইল ও শনির আখড়া থেকে যাত্রাবাড়ী এলাকায় ছাত্র জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ, রাজধানীর অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান বলেন স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। পতিত গোষ্ঠীর সবধরনের ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৬৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা হাজী মো. ইবরাহীম বলেন যানজট, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ডেমরা যাত্রাবাড়ী ও কদমতলী অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দ্রুত এই সকল সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালনে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গ্রীন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন বিপ্লবের দুই মাস পার হয়ে গেলেও ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলায় ও ছাত্র-জনতা হত্যায় জড়িত সকল দোষীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না এবং আহতরা উন্নত চিকিৎসা পাচ্ছে না। যা আমাদের জন্য দুঃখজনক। অনতিবিলম্বে স্বৈরাচারের সকল দোসরদের আইনের আওতায় এনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি হাজী মো. বিল্লাল তালুকদার বলেন যানজট ও চাঁদাবাজির কারনে আমরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সরকারকে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে এবং চাঁদাবাজি ও যানজট সমস্যা নিরসনের আহ্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন হাজী হোসেন প্লাজা মার্কেট কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট কাওছার হোসেন, সাংবাদিক হাসিব আর রহমান, জুলাই বিপ্লব পরিষদ এর সদস্য সচিব আরিফ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর শিক্ষার্থী রিয়াদ, শামীম, নাহিদ, সোলায়মান, কিফায়াত, রিফাত, আশিক প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ