সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা সকলের দায়িত্ব: ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সংগঠন ওয়েলবিং ফর মেকারস প্লাটফর্ম এর উদ্যোগে মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) ঢাকার গুলশানে এক হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি ডা. রেজোয়ানা রহমান ও ইঞ্জিনিয়ার খেন মং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দেশকে অথনৈতিক ও সামাজিক ভাবে এগিয়ে নিতে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে।

সেমিনারে সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে সামনে আনা ও তাদেরকে মূলধারার অথনৈতিক সেক্টরে সংযুক্ত করা যায় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে ডা. রেজুয়ানা রহমান এবং ইঞ্জিনিয়ার খেন মং নিজ নিজ অবস্থান থেকে তাদের অবদান তুলে ধরেন এবং অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে তাদের উদাহারণ উপস্থাপন করেন।

এসময় তারা উপস্থিত সকল অতিথিবৃন্দকে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে শেষে ডা. রেজুয়ানা রহমানকে স্বাস্থ্য খাতে এবং ইঞ্জিনিয়ার খেন মংকে গার্মেন্টস সেক্টরে শ্রমিকের কল্যাণে টেকনোলজি ব্যবহার করে অবদানের জন্য ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ