শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা সকলের দায়িত্ব: ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সংগঠন ওয়েলবিং ফর মেকারস প্লাটফর্ম এর উদ্যোগে মেকিং ইঙ্কলুসিভ বিজিনেজ রিজিলিয়েনট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) ঢাকার গুলশানে এক হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে অগ্রসর করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি ডা. রেজোয়ানা রহমান ও ইঞ্জিনিয়ার খেন মং এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দেশকে অথনৈতিক ও সামাজিক ভাবে এগিয়ে নিতে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে।

সেমিনারে সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে সামনে আনা ও তাদেরকে মূলধারার অথনৈতিক সেক্টরে সংযুক্ত করা যায় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে ডা. রেজুয়ানা রহমান এবং ইঞ্জিনিয়ার খেন মং নিজ নিজ অবস্থান থেকে তাদের অবদান তুলে ধরেন এবং অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে তাদের উদাহারণ উপস্থাপন করেন।

এসময় তারা উপস্থিত সকল অতিথিবৃন্দকে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে শেষে ডা. রেজুয়ানা রহমানকে স্বাস্থ্য খাতে এবং ইঞ্জিনিয়ার খেন মংকে গার্মেন্টস সেক্টরে শ্রমিকের কল্যাণে টেকনোলজি ব্যবহার করে অবদানের জন্য ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ