সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

হেফাজতে ইসলাম বারিধারা জোনের কমিটি ঘোষণা, সভাপতি হেলালী, সেক্রেটারি মনিরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বারিধারা জোনের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাদ এশা জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

এতে মুফতি আমজাদ হোসাইন হেলালীকে সভাপতি, মাওলানা আনোয়ার হোসাইন রাজীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমীসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় হেফাজত ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজতে ইসলামকে দেশব্যাপী এতটাই শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে যে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের জমিনে ইসলাম বিরোধী কোন ধরনের চক্রান্ত করার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ